বার্সায় যাচ্ছেন কৌতিনিয়ো

অবশেষে মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়োকে দলে পাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টদের কাছে ১৪২ মিলিয়ন পাউন্ডে তাকে বিক্রি করতে রাজি হয়েছে লিভারপুল। যাকে দল বদলে অন্যতম ব্রিটিশ রেকর্ড হিসেবেই দাবি করছে বিবিসি। এর আগে নেইমার পিএসজিতে যান ২০০ মিলিয়ন পাউন্ডে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ দল বদলের ফি।নতুন চুক্তি অনুসারে আগামী ৫ বছর ন্যু ক্যাম্পে থাকবেন ব্রাজিলীয় তারকা কৌতিনিয়ো। এর আগে এই তারকাকে পেতে লিভারপুলের কাছে তিনবার প্রস্তাব দিয়েছিল বার্সা। তখন অবশ্য এতে রাজি হয়নি লিভারপুল। তিনবারের সবশেষটিতে ছিল ১১৮ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব। এই চুক্তি নিয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি কৌতিনিয়ো। লিভারপুলের সতীর্থরা দুবাইয়ে…

বিস্তারিত