‘টক-টু-এসপি‘তে ফোন, বাল্য বিয়ে বন্ধ করলো পুলিশ

‘টক-টু-এসপি‘তে ফোন, বাল্য বিয়ে বন্ধ করলো পুলিশ

মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা: শেরপুরের নালিতাবাড়ীতে ‘টক-টু-এসপি‘ এর ফোনের সংবাদের প্রেক্ষিতে বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে নালিতাবাড়ী থানা পুলিশ। জানা যায়, সোমবার নালিতাবাড়ী থানাধীন মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া এলাকায় আঃ হাকিমের বাড়িতে নাবালিকা কন্যার বাল্য বিবাহের আয়োজন করা হয়। নাবালিকা কন্যার পিতা, মাতা অনেক আগেই মারা যায় এবং পালক পিতা মাতাও মারা যাওয়ায় তার ভাই আঃ হাকিম মোছাঃ লিমা খাতুনের দায়িত্বভার নিয়ে তার একমাত্র ছেলে শামীম এর সাথে বিবাহ সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেয়। এলাকাবাসীর পক্ষ থেকে বাল্য বিবাহ বন্ধ হওয়ার জন্য (‘টক-টু-এসপি)’ এর হটলাইন নম্বরে কল দেয় এবং…

বিস্তারিত