আসছে শীত, বাড়ছে করোনা শঙ্কা ,গরীবের কপালে চিন্তার ভাজ

আসছে শীত, বাড়ছে করোনা শঙ্কা (মূল হেড)গরীবের কপালে চিন্তার ভাজ (হ্যাঙ্গার)

রাসেল হোসাইনদেশজুরে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। উত্তর-পশ্চিমাঞ্চলে বেশ ভালোই শীত পরছে। শীত অধীকাংশ মানুষেরই পছন্দের একটি ঋতু। তাই অনেকেই এবারের শীতকে উপভোগ করতে কেনাকাটা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। পছন্দমত রং-বেরঙের শীতের পোশাকও কিনছেন। সামর্থবানদের কাছে এই ঋতুটি উপভোগের হলেও বেকায়দায় পরতে হয় গরীব ও ছিন্নমূল মানুষদের। শীতের পোষাকের অভাবে অনেককেই কষ্ট করতে হয়। অনেক সময় শীতের কারনে কাজে যেতে না পারলে খেটে খাওয়া মানুষের কষ্টের মাত্রা আরো কয়েকগুন বেড়ে যায়।এবছর করোনা মহামারীর কারনে সামাজিক, ধর্মীয় কোন অনুষ্ঠানই মানুষ ভালোভাবে পালন করতে পারেনি। আর এই শীতে করোনা আরো…

বিস্তারিত