বিবার্তা সম্মাননা পাচ্ছেন মোস্তাফা জব্বার

বিবার্তা সম্মাননা পাচ্ছেন মোস্তাফা জব্বার

প্রযুক্তিবিদ, উদ্যোক্তা, সংগঠক, লেখক-সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, মন্ত্রী… তার নামের সাথে এমন আরো অনেক তকমাই জুড়ে দেয়া যায়। তবে তাকে চেনার জন্য এসব কিছুরই প্রয়োজন নেই। শুধু নামটাই যথেষ্ট – মোস্তাফা জব্বার। কেননা, এর সব ক’টা বাদ দিয়ে শুধু একটা অভিধাই তাকে বরণীয় ও স্মরণীয় করে রাখার জন্য যথেষ্ট। সেটা হলো মোস্তাফা জব্বার নামের এ মানুষটি বাংলাদেশের প্রকাশনাশিল্পে কম্পিউটার বিপ্লবের অগ্রদূত ও মহানায়ক। বিগত শতাব্দীর সেই ৮০-র দশকে, যখন কম্পিউটার নামের যন্ত্রটি এ দেশের মানুষের কাছে চাঁদের মতোই দূরের বস্তু, তখন এ মানুষটিই কম্পিউটারের সাহায্যে ডেস্কটপ পাবলিকেশনের স্বপ্ন দেখেছিলেন, দেখিয়েছিলেন এবং…

বিস্তারিত