বিশ্বের সবচেয়ে শক্তপোক্ত ফোন

বিশ্বের সবচেয়ে শক্তপোক্ত ফোন

বিশ্বের সবচেয়ে শক্তপোক্ত ফোন আনলো বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্ড রোভার। এক্সপ্লোর মডেলের এই ফোনটি চেসিস ধাতব মেটালে তৈরি। ফোনের ডিসপ্লে, রিয়ার প্যানেল এবং ফ্রন্ট প্যানেলের সুরক্ষার জন্য রয়েছে বিশেষ শিল্ড। এই শিল্ড ফোনটিকে আঘাত ও আঁচড় থেকে সুরক্ষিত রাখবে। ল্যান্ড রোভারের নতুন ফোনটি যেমন শক্তপোক্ত তেমনি এর ব্যাটারিও শক্তিশালী। এতে রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ল্যান্ড রোভার দাবি করছে এই ফোনটি একবার চার্জ দিলে টানা দুই দিন চালানো যাবে। ফোনটিতে রয়েছে ডেকাকোর ২.৬ গিগাহার্জের এমটিকে হেলিও এক্স২৭ প্রসেসর, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি বিল্টইন মেমোরি। ল্যান্ড রোভার-এর ৪X৪…

বিস্তারিত