বিসিএসয়ে দ্বিতীয় অবস্থানে জবি শিক্ষার্থীরা : জবি উপাচার্য

বিসিএসয়ে দ্বিতীয় অবস্থানে জবি শিক্ষার্থীরা : জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জ‌বি) উপাচর্য অধ্যাপক ড মীজানুর রহমান ব‌লে‌ছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় স‌ত্যিকার অর্থে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হি‌সে‌বে রূপান্তর হওয়ার বয়স ৭ বছর। এর ম‌ধ্যে আমা‌দের শিক্ষার্থীরা চাকরির বাজা‌রে কৃ‌তিত্বের সা‌থে তা‌দের অবস্থান দে‌খি‌য়ে আস‌ছে। বিগত তিন বছর থেকে জবির শিক্ষার্থীরা বিসিএসয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন, এ বছ‌রের ম‌ধ্যেই এ বিশ্ববিদ্যাল‌য়ের শিক্ষক‌দের প‌রিবহণ সমস্যা সমাধান হ‌বে। আশা ক‌রি এবছর প‌রে অন্তত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা নি‌জে‌দের বিশ্ববিদ্যাল‌য়ের প‌রিবহ‌ণে যাতায়াত কর‌তে পার‌বে। র‌বিবার ম্যাকসন্স স্পি‌নিং মিলস কর্তৃক জ‌বি শিক্ষক‌দের এক‌টি মি‌নিবাস হস্তান্তর অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন। উপাচার্য ব‌লেন, দে‌শে সরকা‌রি…

বিস্তারিত