বিড়ালের পানিশূন্যতা আছে কী করে বুঝবেন

বিড়ালের পানিশূন্যতা আছে কী করে বুঝবেন

বিড়াল এমনিতেই পানি কম খায়। তাই বিড়াল পানি কম খাচ্ছে বলে মনে হলেই ভয় পাবেন না। রোজ অন্তত কতটুকু পানি খেলে বিড়াল সুস্থ থাকবে, জানা থাকলে অহেতুক ভয়ও হবে না, আর প্রয়োজনের তুলনায় সত্যি সত্যিই কম পানি খেলে ব্যবস্থা গ্রহণও সহজ হবে। পানি তো দিলাম, খাচ্ছে কি? বিড়ালকে ঠিকভাবে পানি দিলেও সে ঠিক কতটুকু পানি খেল, হিসাব করে রাখা সম্ভব হয় না। বরং বিড়াল কম পানি খাচ্ছে মনে হলে তার পানিশূন্যতা আছে কি না, সেটি পরীক্ষা করে দেখা যেতে পারে। এই পরীক্ষা ঘরেই করতে পারবেন খুব সহজে। বিড়ালের দুই কানের…

বিস্তারিত