‘বুড়ো’ গেইলের পারফরম্যান্সের রহস্য

‘বুড়ো’ গেইলের পারফরম্যান্সের রহস্য

আইপিএলের শুরুর অবহেলিত গেইল নিজের ব্যাটেই সব জবাব দিলেন। বুজালেন গেইল ফুরিয়ে যায়নি। সময়মত ব্যাট হাতে ঠিকই বোলারদের বেশ পেটান তিনি। যার প্রমাণ কাল আবারও দিলেন এই ক্যারাবিয়ান ব্যাটসম্যান। ম্যাচ শেষে জানিয়েছেন তার ক্ষোভ এবং পারফরম্যান্স রহস্য। বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় ব্যান্ড হলেন ক্রিস গেইল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট গুলোতে সবসময়ই তার দর আকাশচুম্বি। কিন্তু সেই গেইলই আইপিএলের এবারের নিলামে সবচেয়ে অবহেলিত ছিল। নিলামে কোনো দলই তাকে কিনতে চায়নি। তিনবার নিলামে উঠার পর শেষের দিকে গেইলকে দলে ভেড়ায় প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। তারপর শুরু হয় দ্বিতীয় নাটক। পাঞ্জাবের প্রথম…

বিস্তারিত