বেজি-সাপের দেখা হলেই ঝগড়া হয় কেন?

চিরশত্রু হিসেবে অনেক পুরনো জুটি সাপ আর বেজি। সাপ আর বেজি একজায়গায় হলেই তারা জড়ায় বিতণ্ডায়। কিন্তু কেন? কেন এমন করে তারা?  কোবরার মতো বিষধর সাপও বেজির কাছে প্রাণ হারায়। অনেকে সে কারণে বাড়ির পাশে বেজি থাকলে সাপের ভয় কম পান। কারণ যেখানে বেজি থাকে, সেই এলাকায় বিষধর গোখরা সাপও থাকার সাহস পায় না। অনেকেই মনে করেন, বেজির শরীরে কোবরার বিষ নষ্ট করে দেওয়ার মতো অ্যান্টিবডি আছে। তবে এটি সত্য নয়। আসলে বেজি নিজের বিভিন্ন কৌশলে কোবরার কামড় থেকে নিজেকে রক্ষা করে। বেজির শরীরের আকার ও তার বিভিন্ন ধরনের টেকনিকের কারণে…

বিস্তারিত