কন্টেইনার সংকটে লাগামহীন পণ্য, বেড়েছে আমদানি-রফতানি খরচ

কন্টেইনার সংকটে লাগামহীন পণ্য, বেড়েছে আমদানি-রফতানি খরচ

সারাবিশ্বে পণ্য পরিবহনে জাহাজ এবং ফাঁকা কন্টেইনার সংকট দেখা দিয়েছে। এশিয়ায় তীব্র হয়েছে ফাঁকা কন্টেইনার সংকট। ব্রিটেনের সমুদ্রবন্দরগুলোতে নেই পর্যাপ্ত জাহাজ কিংবা পণ্য পরিবহনের কন্টেইনার। এ সংকট অব্যাহত থাকতে পারে কয়েক মাস বলে জানা গেছে। ব্রিটেনের একজন ব্যবসায়ী আগে চীন থেকে পণ্য আমদানি করতে একেকটি কন্টেইনারের জন্য দিতেন ১৬শ’ পাউন্ড। সেই জায়গাতে এ মাস থেকে দিতে হচ্ছে ১০ হাজার পাউন্ড। মুনাফা তো পাচ্ছেন না বরং বাড়ছে লোকসান। সারাবিশ্বে বেড়ে গেছে পণ্য আমদানি রফতানি খরচ। করোনা মহামারির কারণে এ সংকট আরো প্রকট হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পর আন্তর্জাতিক বাণিজ্য…

বিস্তারিত