বোনকে বাঁচিয়ে ঐতিহাসিক ‘বক্সিং বেল্ট’ পেল আহত ভাই

বোনকে বাঁচিয়ে ঐতিহাসিক ‘বক্সিং বেল্ট’ পেল আহত ভাই

যুক্তরাষ্ট্রের উয়োমিং রাজ্যের বাসিন্দা ছয় বছর বয়সী ব্রিজার ওয়ালকার। মাত্র ছয় বছর বয়সী ব্রিজার তার চার বছরের বোনকে হিংস্র কুকুরের হাত থেকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছিল। বোনকে বাঁচাতে গিয়ে ব্রিজারের মুখে ৯০টি সেলাই লেগেছিল। এ ঘটনা তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পর থেকে পুরো বিশ্বের মানুষ ব্রিজারকে প্রশংসায় ভাসিয়ে দেয়। এমনকি হলিউডের নামিদামি সুপার হিরোরাও ব্রিজারের প্রশংসা করে সামাজিক মাধ্যমে তাকে ‘রিয়েল হিরো’ উল্লেখ করে পোস্ট দেন।  এবার ব্রিজারের কৃতিত্বের সম্মাননা দিয়েছে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল (ডাব্লিউবিসি)। তাকে আজীবন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দিয়েছে সংস্থাটি। সেদিনের সাহসিকতার জন্য…

বিস্তারিত