বোরো চাল সংগ্রহে বস্তায় ডিজিটাল টেনসিল, বিপাকে চালকল মালিকরা

বোরো চাল সংগ্রহে বস্তায় ডিজিটাল টেনসিল, বিপাকে চালকল মালিকরা

আহসান হাবিব শিমুল (আদমদীঘি প্রতিনিধি) চালের বস্তার গায়ে ডিজিটাল টেনসিল বাধ্যতামূলক করায় চলতি আভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ মৌসুমে বিপাকে পড়েছে বগুড়ার আদমদীঘি উপজেলার পৌনে দুই শ’ চালকল মালিক। পক্ষান্তরে পাশের নওগাঁ, নাটোর ও জয়পুরহাটে সাধারণ ব্লক টেনসিল ব্যবহার হচ্ছে বলে দাবী করেছেন আদমদীঘির চালকল মালিকরা। ডিজিটাল টেনসিল তথা বস্তা ছাপাতে যে পরিমান টাকা খরচ হচ্ছে সে পরিমান টাকার মুনাফা হবার আলামত দেখছেন না বলে দাবী করা হয়েছে। ফলে তাঁরা চুক্তি করলেও সরকারি গুদামে চাল দিতে অনিহা দেখাচ্ছেন। কেউ কেউ নামমাত্র চাল দিয়ে অবশিষ্ট চাল দেওয়া থেকে বিরত থাকছেন। ডিজিটাল টেনসিলের…

বিস্তারিত