ব্যস্ত শহর

ব্যস্ত শহর

আমি থাকতে আসিনি এই ব্যস্ত শহরে ! ব্যস্ততা’র পদচারণায়, পূর্ব দিকে সূর্য উঠে, ঝিম ধরা ফেরারি বিকেলে’র গর্ভপাতে, পশ্চিমে যায় অস্ত । দিনের আলো নিভে, ধূঁধূঁ আধারের প্রতারণা’য়, আবার রাতের বুকে পদাঘাত করে – নব আলোয় শুরু হয় দিন । প্রতিটা মুহূর্তে এই শহরে – ছোঁয়া লেগে থাকে ব্যস্ততার হাতছানি, ব্যস্ত শহরে বুকে লেপ্টে থাকা, হৃদয়ের রক্তক্ষরণ । এই ব্যস্ত শহরের ইট-পাথরের দেয়ালে ঘেরা বন্দী জীবন ব্যস্ততা’র কড়াল গ্রাসে, শহর আজ পরিত্যক্ত হয়ে গেছে, লক্ষ মানুষের পদচারণায় পদচ্যুত হয়ে । পচন ধরেছে আজ, শহরের সারা শরীর জুড়ে ব্যস্ততার ভয়াল থাবায়…

বিস্তারিত