ব্রণ দূর করবে কলার খোসার ৭ ফেসপ্যাক

কলার খোসা মাইল্ড ক্লিনজারের সাহায্যে ত্বক পরিষ্কার করে নিন। ত্বক মুছে কলার খোসার ভেতরের অংশ ঘষুন। খোসা বাদামি হয়ে গেলে আরেকটি নিন। ১০ মিনিট ম্যাসাজ করার পর আধা ঘণ্টা অপেক্ষা করুন। ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন ত্বক। প্রতিদিন একবার ত্বকে ঘষুন কলার খোসা। ধীরে ধীরে দূর হবে ব্রণ। কলার খোসা ও ওট ১টি কলার খোসা, ৩ টেবিল চামচ চিনি ও ০.৫ কাপ ওট একসঙ্গে ব্লেন্ড করুন। মিহি পেস্ট তৈরি হলে সেটি ত্বকে ধীরে ধীরে ঘষুন। চক্রাকারে ঘষবেন। ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। প্রতিদিন একবার ব্যবহার…

বিস্তারিত