চন্দ্রপাহাড়ে হবে ফাইভ স্টার রিসোর্ট, ভাগ্য বদলের স্বপ্নে নৃগোষ্ঠীরা

চন্দ্রপাহাড়ে হবে ফাইভ স্টার রিসোর্ট, ভাগ্য বদলের স্বপ্নে নৃগোষ্ঠীরা

প্রকৃতি তার আপন হাতে সাজিয়েছে বান্দরবানের নীলগিরি ও চন্দ্রপাহাড়। পর্যটকরা উপভোগ করেন নয়নাভিরাম পাহাড়ি সৌন্দর্য। কিন্তু পর্যাপ্ত হোটেল-মোটেল বা রিসোর্ট না থাকায় বেশি সময় ধরে ঘুরতে না পারা ও রাতে চন্দ্রপাহাড়ে অবস্থান করতে না পারায় আক্ষেপ জানিয়েছেন আগতরা। আর স্থানীয় নৃগোষ্ঠীরা বলছেন, উন্নয়নের কোনও ছোঁয়া লগেনি এখানে। তাই রিসোর্ট নির্মাণ হলে গতিশীল হবে স্থানীয় অর্থনীতি।  এ যেন চোখ আটকে যাওয়া সৌন্দর্য। সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ৩ হাজার ফুট উপরে মেঘ পাহাড়ের মিতালি দেখতে ঢাকার রামপুরা থেকে সপরিবারে বান্দরবানের চন্দ্রপাহাড় ও নীলগিরি ঘুরতে এসেছেন মৌসুমী। এখানে আসা পর্যটকরা পাহাড়ের রূপে বিমোহিত হলেও…

বিস্তারিত