ভারতের বনে ঘুরে বেড়াচ্ছে ‘ব্লাক প্যান্থার’

ভারতের বনে ঘুরে বেড়াচ্ছে ‘ব্লাক প্যান্থার’

নতুন বছরের প্রথম দিনেই সুখবর মিলেছে। শীত নামতেই বক্সা বাঘ প্রকল্পে দেখা মিলল ‘ব্ল্যাক প্যান্থার’ বা ‘কালো চিতা’র। আকারে একবারে চিতাবাঘের মতো। কালো রঙের ভেতর দিয়েও চামড়ায় চিতাবাঘের চাকা চাকা দাগ ফুটে ওঠে। শীতকাতুরে এই অতিথিরা প্রতিবছর ভুটান লাগোয়া বক্সা বাঘ প্রকল্পে নেমে আসে। এবারও জঙ্গলে বসানো ক্যামেরায় ধরা পড়ে তাদের আসার খবর। বন কর্মকর্তারা বলছেন, ডুয়ার্সের বক্সা প্রকল্পে একটি নয়, একাধিক ব্ল্যাক প্যান্থারের দেখা মিলেছে। ডুয়ার্সের জঙ্গলের জীববৈচিত্র্যে এ এক নতুন সংযোজন। প্রতিবেদেনে বলা হয়, এর ঠিক এক বছর আগে বন অধিদফতরের ক্যামেরায় ধরা পড়েছিল একজোড়া ব্ল্যাক প্যান্থার। তার…

বিস্তারিত