ভারতে মৃত তরুণের শুক্রাণু দিয়ে যমজ সন্তান

ভারতে মৃত তরুণের শুক্রাণু দিয়ে যমজ সন্তান

ক্যানসারে মারা যাওয়া পুত্রের জমিয়ে রাখা শুক্রাণু থেকেই ভারতের এক দম্পতি ফিরে পেয়েছেন ছেলেকে। খবর বিবিসির। তাদেরই এক আত্মীয়ার গর্ভে সেই শুক্রাণু থেকে তৈরি ভ্রূণ প্রতিস্থাপনের মাধ্যমে জন্ম নিয়েছে এক যমজ- একটি পুত্র, একটি কন্যা। পুনা শহরের প্রকৌশলী প্রথমেশ পাটিল জার্মানিতে পড়াশোনা করতে গিয়েছিলেন, সেখানেই তার ক্যানসার ধরা পড়ে। ভারতে ফিরে এসে বছর তিনেক চিকিৎসার পরে তিনি মারা যান। তার মা বলছেন, চিকিৎসা শুরুর আগেই জার্মানির একটি স্পার্ম ব্যাংকে জমিয়ে রাখা ছিল তার ছেলের শুক্রাণু। তা থেকেই আবারও ঘরে ফিরে এসেছে প্রিয় পুত্র। ক্যানসারের সঙ্গে বছর তিনেক লড়াই করার পরে…

বিস্তারিত