ট্রেনের ছাদে ঈদযাত্রা, ভাড়া ২০ টাকা

ট্রেনের ছাদে ঈদযাত্রা, ভাড়া ২০ টাকা

নারায়ণগঞ্জের চাষাড়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকামুখী ট্রেনের প্রতিটি বগির সামনেই রাখা বাঁশের মই। সেই মই বেয়ে ট্রেনের ছাদে উঠছে ঈদে ঘরমুখো মানুষ। এমন ব্যবস্থা দেখে অনেকটা ‘আক্কেল গুড়ুম’ অবস্থা হলেও সামনে গিয়ে মই ধরে থাকা যুবকের মুখে শোনা গেল আসল রহস্য। তিনি অনবরত ডেকে যাচ্ছিলেন ‘ছাদের ভাড়া বিশ, ছাদের ভাড়া বিশ’। সেই মই বেয়ে ছাদে ওঠা যাত্রীর সংখ্যাও শত শত। আর ২০ টাকার সেই ভাড়া নিতে নিতে যেন যুবকটিও ক্লান্ত। এই টাকা বাংলাদেশ রেলওয়ের পকেটে নয় বরং স্থানীয় বখাটেদের পকেটে ঢুকছে বলে জানা গেছে। যাত্রীদের অতিরিক্ত চাপ হওয়ার কারণে এই…

বিস্তারিত