ভিন্ন যাত্রায় সূচনা আজাদ

ভিন্ন যাত্রায় সূচনা আজাদ

শোবিজে নতুন মুখ সূচনা আজাদ। মডেলিং থেকে চলচ্চিত্রে নাম লেখানো এ নবাগত নায়িকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন নিজের স্বপ্নের দিকে। তবে এবার পা ফেলছেন ভিন্ন পথেও। কারণ সিনেমা নিয়ে স্বপ্ন থাকলেও সিনেমার পাশাপাশি নাটকেও কাজ করছেন সূচনা। সম্প্রতি নেপাল গিয়েছিলেন নাটকের শুটিং করতে। ফিরে এসে দেশ রূপান্তরকে সূচনা আজাদ জানালেন নাটকে ব্যস্ততার কথা। নেপালে বেশ কয়েকটা নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি। তিনি জানান, ৬টি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। এর মধ্যে দুটি দীপু হাজরার পরিচালনা, তিনটি অঞ্জন আইচের, অপরটি পরিচালনা করেছেন রবি। দীপু হাজরার পরিচালনায় ‘সেই  তুমি এই  আমি’ ও ‘গিনিপিগ’।…

বিস্তারিত