ভূমিকম্পে সকাল সকাল থরথর করে কেঁপে উঠল দিনাজপুর

ভূমিকম্পে সকাল সকাল থরথর করে কেঁপে উঠল দিনাজপুর

 বিরতিহীন শৈত প্রবাহ এবং মাঘের শীতে মানুষ যখন যুবুথুবু হয়ে লেপ কাঁথার তলে একটু উষ্মতার খোজে, ঠিক তখন দিনাজপুরের মাটি কাঁপিয়ে উঠে ভূমিকম্পে। আজ সকাল ৭টা ১৫ মিনিটে প্রচন্ড ঝাকি দিয়ে কেঁপে উঠে সমগ্র দিনাজপুর জেলা। ভূমিকম্পনটি মাত্র ২২ সেকেন্ড স্থায়ী হলেও, এসময় ৪.৬ মাত্রার কম্পন প্রবাহিত হয় দিনাজপুর জেলায়। এসময় মানুষ ঘর ছেড়ে ফাঁকা জায়গায় বেরিয়ে আসে। ঘুমিয়ে থাকার কারনে অনেকে ভূমিকম্পটের পায়নি। ভূমিকম্প পরবর্তিতে ঘুম ভাঙ্গা লোক মুখে অতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পটি উৎপত্তি ভারতের আসাম রাজ্যের গৌরিপুর শহর খেকে ১২কিলমিটার দুরে। এই রিপোর্ট লিখা পর্যন্ত হতাহতের কোন খবর…

বিস্তারিত