ভেজা চুলে কখনই যে ৫ ভুল করবেন না

আমরা প্রায়ই ভেজা চুলের ওপর এমন কিছু ভুল পদক্ষেপ নিয়ে থাকি, যা চুলের জন্য মারাত্মক ক্ষতিকর। ফলে চুল ঝরা, চুল ফাটা, জট পেকে যাওয়া, চুল ড্যামেজ হওয়ার মতো নানান সমস্যা দেখা দেয়। তাহলে চলুন জেনে নিই ভেজা চুলের যত্ন নেওয়ার সময় কোন কোন পদক্ষেপগুলো এড়িয়ে চলা উচিত- ভেজা চুল আচঁড়ানো ভেজা অবস্থায় চুল ও চুলের গোড়া অত্যন্ত দুর্বল থাকে। তখন চুল চিরুনি দিয়ে আচঁড়ানো হলে হেয়ার ফলিকল আঘাতপ্রাপ্ত হয়। ফলে চুলে স্প্লিট এন্ডস, চুল ঝরা এবং ফ্রিজি হয়ে যাওয়ার মতো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ভেজা চুল না…

বিস্তারিত