ভোলায় চাকুরি দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগে ১ প্রতারক আটক

সাখাওয়াত হোসেন ইমন,ভোলা। ভোলা শহরের পুরাতন যুগির ঘোল এলাকায় অগ্রগতি নামক ভুয়া প্রতিষ্ঠান খুলে আনুমানিক ৪ লক্ষ টাকা নেয়ার অভিযোগে মাসুদ আলম নামে এক প্রতারককে আটক করেছে ভোলা থানা পুলিশ। অগ্রগতি এন জিও তে মাঠকর্মীর চাকরি দেয়ার নামে বিভিন্ন মানুষের কাছথেকে জামানত হিসেবে বিভিন্ন অংকের টাকা আদায় করে। জামানতের টাকা ফেরত চাইলে প্রতারক মাসুদ আলম এড়িয়ে যায়। রবি বার সন্ধা ৭ টায়  সকল টাকা প্রদানকারীগন অগ্রগতি অফিসে ভীড় জমায় এবং টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করে। এক পর্যায়ে ভোলা থানার পুলিশ প্রতারক মাসুদ আলমকে গ্রেপ্তার করে ভোলা থানায় নিয়ে আসে।

বিস্তারিত