মধুমাসে রাঙ্গামাটিতে ফলের সমারোহ

ঋতু পরিক্রমায় আবারও এসেছে মধুমাস জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ মাস মানেই মৌসুমী ফলের আগমন। সমতলের অনেক জেলার মতোই রাঙ্গামাটির পাহাড়ি অঞ্চলে চাষ হয় আম, কাঁঠাল, লিচু, আনারস ও জামসহ বিভিন্ন মৌসুমী ফলের। ফলে সেইসব মৌসুমী ফলের সুগন্ধে ভরে উঠেছে স্থানীয় বাজারগুলো। সরেজমিনে রাঙ্গামাটির বনরুপা, কলেজগেট ও রিজার্ভ বাজারের মত বড় বাজারগুলো ঘুরে দেখা যায়, বিভিন্ন মৌসুমী ফলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বাজারে আনারসের আধিক্য বেশি দেখা গেলেও বাদ যায়নি আম, কাঁঠাল, লিচু, জামসহ অন্যান্য ফলও। রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে নিজেদের বাগানে উৎপাদিত ফল নিয়ে রাঙ্গামাটি সদরে বিক্রির উদ্দেশে এসেছেন অনেক কৃষক এবং…

বিস্তারিত