মনে রাখার মতো এক সেশন

মনে রাখার মতো এক সেশন

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে মিরপুর শের-ই-বাংলায়। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হয়। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- প্রথম ইনিংস: ৮৮ ওভারে ২৭২/৬ (মিরাজ ৫৩*, লিটন ৬৬*) জুটির রান: ১১৭ (২৩৫)আউট: সৌম্য ০, শান্ত ৪, মুমিনুল ২১, তামিম ৪৪, মিথুন ১৫, মুশফিক ৫৪ ওয়েস্ট ইন্ডিজ- প্রথম ইনিংস: ১৪২.২ ওভারে ৪০৯ (কর্নওয়াল ৪*)আউট: ক্যাম্পবেল ৩৬, মোসলে ৭, ব্র্যাথওয়েট ৪৭, মায়ার্স ৫, ব্ল্যাকউড ২৮, বোনার ৯০, ডা সিলভা ৯২, আলজারি ৮২, ওয়ারিকান ২, গ্যাব্রিয়েল ৮। ব্যাটিং করতে হতো এভাবেই! বল ব্যাটে আসছে খুব সহজে। সমান বাউন্স। উইকেটে বিশ্বাস রাখা যাচ্ছে…

বিস্তারিত