মরিনহো-ফারিয়া জুটি ১৭ বছরের সম্পর্কের ইতি!

মরিনহো-ফারিয়া জুটি ১৭ বছরের সম্পর্কের ইতি!

লেইরিয়া-পোর্তো-চেলসি হয়ে ইন্টার মিলান! মরিনহো কোচ আর সহকারী দায়িত্বে রুই ফারিয়া৷ এটাই ছিল ১৭ বছর ধরে চেনা চিত্র৷ সেই সম্পর্কেই ইতি টানতে চলেছেন রুই৷ চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সহকারী কোচের পদে রয়েছেন রুই৷ প্রধান কোচের ভূমিকায় রয়েছে মরিনহো৷ তবে হঠাৎ করে কোনো বিতর্ক ছাড়াই কেন কোচের পদ ছাড়তে চলেছেন? ফারিয়া জানিয়েছেন, পরিবারকে সময় দিতেই নাকি কোচিং ছাড়তে চলেছেন তিনি৷ সেই যুক্তি অবশ্য অনেকেই খারিজ করে দিচ্ছেন৷ ফুটবলমহলের মত, আর্সেনালের কোচ ওয়েঙ্গার চলতি মরশুম শেষে অবসর নিচ্ছেন৷ তার ফেলে যাওয়া শূন্যস্থান পূরণ করতে আর্সেনালে আসতেই মৌসুম শেষে সহকারী কোচের পদ ছাড়তে…

বিস্তারিত