মহাদেবপুরে রেজিষ্ট্রেশন ছাড়াই তৈরী হচ্ছে এসডি চক ফ্যাক্টরী

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার শীবগঞ্জ গ্রামে লোকালয়ে অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে এসডি চক ফ্যাক্টরী। কোন নিয়মকানুন ছাড়াই গড়ে উঠা এ ফ্যাক্টরীতে কাজ করেন গ্রামের হতদরিদ্র নারীরা। বিষাক্ত এ ফ্যাক্টরীতে শ্রমিকদের জন্য নেই কোন নিরাপত্তার ব্যবস্থা। ঝুঁকির মধ্যে দিয়ে বিষাক্ত এ ফ্যাক্টরীতে শ্রমিকরা খালি হাতে ও নাক-মুখে নিরাপত্তার কোন কাপড় (মাকস) না বেঁধেই কাজ করেন। অভিযোগ আছে অনুমোদনের আগেই প্রোডাক্টগুলো তৈরী করে বাজারে সরবরাহ করা হচ্ছে। সরেজমিনে জানা গেছে, গত চার বছর আগে শীবগঞ্জ গ্রামে গড়ে উঠেছে এসডি চক ফ্যাক্টরী। ম্যাজিক আরশুলা মারার চক তৈরী দিয়ে ফ্যাক্টরীর কার্যক্রম শুরু হয়।…

বিস্তারিত