মাত্র ৬ ঘণ্টায় বাড়ি!

মাত্র ৬ ঘণ্টায় বাড়ি!

নতুন ‍উদ্ভাবনী বাড়ি, এই বাড়ি নির্মাণ করতে মাত্র ৬ ঘণ্টা সময় লাগে এবং এটি ফোল্ডিং সুবিধার বাড়ি। অর্থাৎ প্রয়োজনে বাড়িটি খুলে অন্যত্র সরানো যাবে। ভূমিকম্প প্রতিরোধক আধুনিক এই বাড়ি একই সঙ্গে পরিবেশবান্ধব। গ্রিড বিদ্যুতের পরিবের্ত সোলার প্যানেল সিস্টেম, এলইডি লাইট এবং বৃষ্টির পানি সংরক্ষণ সিস্টেম থাকবে। ‘এম.এ.ডিআই হোম’ নামের এই বাড়ির ডিজাইন করেছেন ইতালিয়ান স্থপতি রেনটো ভিডাল। যেকোনো স্থানে এই বাড়ি নির্মাণ করা যেতে পারে, নির্মাণে কংক্রিটের প্রয়োজন পড়ে না। দেয়াল, ছাদ, মেঝে সহ সবকিছুই রেডিমেট তৈরি। এম.এ.ডিআই প্রতিষ্ঠানের ৩ জন কর্মী ৬-৭ ঘণ্টার মধ্যে দেয়াল, ছাদসহ বাড়ির প্রতিটি মডিউল…

বিস্তারিত