মাথায় বল লেগে মৃত্যু বারবার কাঁদিয়েছে ক্রিকেটকে

মাথায় বল লেগে মৃত্যু বারবার কাঁদিয়েছে ক্রিকেটকে

মিচেল স্টার্কের বল মাথায় লাগে রবীন্দ্র জাদেজার। ব্যাট হাতে ইনিংস শেষ করলেও, বল করতে নামেননি। তার বদলে ভারত দলে নেয় যুজবেন্দ্র চাহালকে। কনকাশন সাব হিসেবে দলে আসেন তিনি। ২০১৯ সালে ক্রিকেটে কনকাশন সাবের নিয়ম চালু হয়। অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার ফিল হিউজের মৃত্যু এর পিছনে যে বড় ভূমিকা নিয়েছিলো, তা বলাই যায়। শন অ্যাবটের বলে ঘাড়ে আঘাত লাগে হিউজের। হাসপাতালে নিয়ে গেলে দু’দিন পর মৃত্যু হয় তার। ২০১৪ সালের সেই ঘটনা নাড়িয়ে দেয় ক্রিকেট বিশ্বকে। কনকাশনের অর্থ মাথায় আঘাতের ফলে মস্তিস্কের ওপর তার প্রভাব। ক্রিকেট মাঠে বল এসে মাথায় লাগলে তার…

বিস্তারিত