মানিকগঞ্জে অবৈধভাবে খনন করা মাটি দিয়ে সরকারি রাস্তা ভরাট!

মানিকগঞ্জে অবৈধভাবে খনন করা মাটি দিয়ে সরকারি রাস্তা ভরাট!

জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা ভায়া কেল্লাই রাস্তা সংস্কারের কাজ চলছে । এতে আনন্দেই আছেন শোলধাড়া, কেল্লাই এলাকার মানুষসহ এই রাস্তা দিয়ে যাতায়াতকারী হাজারো পথচারী। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা গেল ভিন্ন এক চিত্র। রাস্তার পার্শ্ববর্তী ইছামতি নদী খনন করে বালু ও মাটি তুলে এনে তা ফেলা হচ্ছে রাস্তায়। এলাকার অনেকে জানালেন, নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে খনন করা মাটি দিয়ে চলছে সরকারের এ উন্নয়ন কাজ। ফলে এলজিইডির এ রাস্তাটির উন্নয়ন ঘটলেও ড্রেজারের মাধ্যমে অব্যাহতভাবে মাটি উত্তোলনের ফলে ভাঙনের হুমকির মুখে রয়েছে নদী তীরবর্তী শত শত পরিবার। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে…

বিস্তারিত