মানিকগঞ্জ ঘিওরে  কালীগঙ্গ নদীর তীব্র ভাঙ্গনে সংয়োগ ব্রীজ নদীগর্ভে বিলীন। 

কামরুল হাসান খান: মানিকগঞ্জের ঘিওরে  কালীগঙ্গার তীব্র ভাঙ্গনে  বিশটি গ্রামের চলাচলের সংযোগ ব্রীজসহ অর্ধ-শতাধিক বসত বাড়ী নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকীর মুখে পড়েছে আরো শতাধিক পরিবার।ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহনসহ ব্রীজ নির্মানের দাবী জানিয়েছেন একালাবাসী। উপজেলার  বানিয়াজুরী ইউনিয়নের চরকেল্লা,কুমল্লী ও নকীববাড়ী এলাকায় গত কয়েক বছরে কালীগঙ্গা নদীর তীব্র ভাঙ্গনে ব্যাপক ক্ষতি সাধিত হলেও নেয়া হয়নি ভাঙ্গনরোধে স্থায়ী কোন ব্যবস্থা। এ কারনে ভাঙ্গন অব্যাহত থাকায় পাশ্ববর্তী বিশটি গ্রামের চলাচলের একমাত্র সংয়োগ ব্রীজটিও গত বুধবার নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায়  ওই অঞ্চলের শিক্ষার্থী কর্মজীবী ও ব্যবসায়ীসহ হাজারো মানুষ হয়ে পড়েছে দিশেহারা। চরকেল্লা…

বিস্তারিত