মানুষের পাশাপাশি হাঁটাচলা করবে রোবট : হ্যানসন

মানুষের পাশাপাশি হাঁটাচলা করবে রোবট : হ্যানসন

পাঁচ বছর পর মানুষের পাশাপাশি রোবটও হাটাঁচলা করবে। এমনটাই জানিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট ‘সোফিয়া’র নির্মাতা প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. ডেভিড হ্যানসন। ইতিমধ্যে ১৩টি সোফিয়া রোবট তৈরি করা হয়েছে এবং আরো অনেক সোফিয়া রোবট তৈরি করা হবে বলেও জানান তিনি। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘টেক টক উইথ সোফিয়া’ সেশনে রোবটিক্সের ভবিষ্যত নিয়ে এমন কথা বলেন হ্যানসন। অনুষ্ঠানের সঞ্চালক গ্রে অ্যাডভারটাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাউসুল আলম শাওন রোবটিক্স প্রযুক্তির ভবিষ্যত সম্পর্কে জানতে চাইলে ড. হ্যানসন আরো বলেন, প্রযুক্তি মানবসমাজকে যেমন উন্নত করছে তেমনি…

বিস্তারিত