মানুষ কেন অতীত ভুলে যায়?

মানুষ কেন অতীত ভুলে যায়?

একটা সুবিশাল লাইব্রেরিতে হাজার হাজার পাঠক আসেন। সারাদিন এটা ওটা খুঁজেন, বই বের করে পড়েন, আবার পড়া শেষে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যান। পাঠক চলে যাবার পর সন্ধ্যায় কয়েকজন লাইব্রেরি কর্মী নেমে পড়েন তাদের কাজে। তাদের কাজ বইগুলোকে আবার সুন্দর করে যথাস্থানে তাকে তাকে রেখে দেন। পরদিন যাতে যে কেউ  নিমিষেই খুঁজে নিতে পারে। আমাদের ব্রেইনের ভেতরে একটি অতি ছোট একটি অংশ আছে যার নাম হিপ্পোক্যাম্পাস। তার কাজটি অনেকটা সেই লাইব্রেরি কর্মীদের মতো। আমাদের সারা জীবনের ঘটে যাওয়া প্রতি মুহূর্তের ঘটনাগুলো হিপ্পোক্যাম্পাস ক্রমানুসারে স্মৃতির ফিতায় সাজিয়ে রাখে। আপনি…

বিস্তারিত