মালয়েশিয়ায় মানবপাচারের হোতা ‘আবাং বাংলা’সহ আটক ৫১ বাংলাদেশি

মালয়েশিয়ায় মানবপাচারের হোতা ‘আবাং বাংলা’সহ ৫১ বাংলাদেশিকে আটক করেছে সে দেশের অভিবাসন বিভাগ।

  মালয়েশিয়ায় মানবপাচারের হোতা ‘আবাং বাংলা’সহ ৫১ বাংলাদেশিকে আটক করেছে সে দেশের অভিবাসন বিভাগ। শুক্রবার সকালে মালয়েশিয়ার শাহ আলম নামক এলাকার একটি আস্তানা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী। খবর দ্যা স্টার অনলাইন। মালয়েশীয় গণমাধ্যমটি মুস্তাফার আলীর বরাত দিয়ে জানায়, ৪৩ বছর বয়সী ‘আবাং বাংলা’ নামে পরিচিত ওই বাংলাদেশি নাগরিক মানবপাচার চক্রের নাটের গুরু। আটককৃতরা সবাই মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত উল্লেখ করে অভিবাসন বিভাগের মহাপরিচালক জানান, মানবপাচারকারী চক্রের দখলে থাকা ওই আস্তানার উপর কয়েক সপ্তাহ ধরে নজরদারি করা হচ্ছিল। তারপর তাদের আটক…

বিস্তারিত