মায়ের খেদমতের দাবি নিয়ে আদালতে দুই ভাই

সম্পদের জন্য সন্তানদের মাঝে লড়াই ঝগড়ার ইতিহাস নতুন নয়। যুগে যুগে জমিজমার ভাগাভাগি নিয়ে সন্তানদের মাঝে বিরোধ ও ঝগড়া হয়ে থাকে। কিন্তু মায়ের খেদমতের জন্য আদালতে মামলা করার দৃষ্টান্ত খুঁজে পাওয়া মুশকিল। সৌদি আরবের হিজান আল হারাবী সেই নজীরই স্থাপন করছেন। সৌদি আদালতের রেকর্ডে থাকা এ ঘটনা শুনে বিস্মিত হয়েছে অনেকে। আওয়ার ইসলাম দুই সহদরের মধ্যে মায়ের খেদমত করাকে কেন্দ্র করে মামলা হয় সৌদি আদালতে। দুই সহদরই মায়ের খেদমতে করতে চাচ্ছিল, কিন্তু কেউ কাউকে এককভাবে খেদমতের সুযোগ দিতে রাজী নয়। আবার এ সুযোগ হারাতেও চায় না কেউ। পরিশেষে মায়ের খেদমত…

বিস্তারিত