মিঠামইনের দিল্লির আখড়া:গা ছমছম করা ঘটনার স্বাক্ষী

মিঠামইনের দিল্লির আখড়া:গা ছমছম করা ঘটনার স্বাক্ষী

মাহফুজ হাসান,স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলার অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় স্থান প্রায় সাড়ে ৪০০ বছর পুরোনো দিল্লির আখড়া । হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার শেষ প্রান্তে  কাটখালের লক্ষ্মীর বাঁওড় এলাকায় এর অবস্থান। হাওর এলাকার অন্যতম সেরা আকর্ষন এই আখড়া। নদী তীরে হিজল গাছের সারি, প্রাচীন দেয়াল ও অট্টালিকা, ভিতরে অপূর্ব সুন্দর পরিবেশে যেকোন আগন্তুককে কাছে টানবে। আখড়ার ভেতরে রয়েছে আধ্যাত্মিক সাধক নারায়ন গোস্বামী ও তার শিষ্য গঙ্গারাম গোস্বামীর সমাধি। আরো রয়েছে ধর্মশালা, নাটমন্দির, অতিথিশালা, পাকশালা ও বৈষ্ণবদেব থাকার ঘর। আখড়ার দুদিকে রয়েছে দুটি পুকুর। আর আখড়ার চারপাশে বিশাল এলাকাজুড়ে মৃত্তিকা বিদীর্ণ করে…

বিস্তারিত