মুক্তিপণের জন্যই অপহরণ, দাবি মোবাশ্বারের

মুক্তিপণের জন্যই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসানকে অপহরণ করা হয়েছিল বলে ধারণা করছেন তিনি। নিখোঁজের ৪৪ দিন পর বাসায় ফিরে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোবাশ্বার হাসান সিজার। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বনশ্রীর বাসায় ফেরেন তিনি। মোবাশ্বার বলেন, ‘ওরা আসলে মুক্তিপণ চায়। একদিন পরিবারকে ফোনও করেছিল। তাদের আসল উদ্দেশ্য টাকা। শেষের দিকে এদের মধ্যে একটা বিষয় নিয়ে বাকবিতণ্ডা হচ্ছিল, আমাকে ছাড়বে, না কি মেরে ফেলবে? আমার একটা ধারণা, ওদের কোনো একজন কোনোভাবে মিসিং হয়েছে। কবে হয়েছে জানি না। তারা অনেক ভীত…

বিস্তারিত