একটিমাত্র ভুল কোড, মুছে গেল কম্পানিসহ ক্লায়েন্টদের যত তথ্য!

একটিমাত্র ভুল কোড, মুছে গেল কম্পানিসহ ক্লায়েন্টদের যত তথ্য

বিদঘুটে এক ঘটনা ঘটে গেলো মার্কো মারসালার জীবনে। একটি ওয়েব হোস্টিং কম্পানি চালান তিনি। নিজের কম্পিউটার সার্ভারে ভুলক্রমে বিশেষ এক কোড টাইপ করার পর হতভম্ব হয়ে পড়লেন। তার গোটা প্রতিষ্ঠান এবং তার ক্লায়েন্টদের যাবতীয় ওয়েবসাইট ও সব তথ্য স্রেফ হাওয়ায় মিলিয়ে গেল! তার কম্পানির ক্লায়েন্ট সংখ্যা ১৫৩৫ জন। তার প্রতিষ্ঠান সার্ভার এবং ইন্টারনেট সংযোগের দেখভাল করতো। তার অধীনে থাকা সব ক্লায়েন্টের ওয়েবসাইটের যাবতীয় তথ্য সংরক্ষণ করা হয়। সার্ভার বিশেষজ্ঞদের পরিচালিত একটি ফোরাম ‘সার্ভার ফল্ট’-এ দুই দিন আগে একটি লেখাও দিয়েছেন মার্কো। দুর্ঘটনাক্রমে এক বিধ্বংসী কোড লিখে নিজেরসহ ক্লায়েন্টদের সবকিছু মুছে…

বিস্তারিত