মেসিকে বিক্রি করতে উঠেপড়ে লেগেছেন বার্সা সভাপতি!

মেসিকে বিক্রি করতে উঠেপড়ে লেগেছেন বার্সা সভাপতি!

ক’দিন আগে মন্তব্য করেছিলেন, গেল মৌসুমেই লিওনেল মেসিকে বিক্রি করে দেওয়া উচিত ছিল। বার্সেলোনার ভারপ্রাপ্ত সভাপতি কার্লেস টুসকেটসের এমন মন্তব্যের পর চারপাশে সমালোচনার ঝড় ওঠে। কোচ রোনাল্ড কোম্যান তো সরাসরিই জানিয়েছেন, এমন কথাবার্তায় মাঠের খেলায় প্রভাব পড়ে।  চারপাশের সমালোচনাও অবশ্য টলাতে পারেনি বার্সার ভারপ্রাপ্ত সভাপতিকে। আবারো মন্তব্য করেছেন, ক্লাব কিংবদন্তিকে বিক্রি করে দিলেই লাভ হবে কাতালানদের! মৌসুম শুরুর আগেই ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে চেয়েছিলেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার মেসি। এক ব্যুরোফ্যাক্সের মাধ্যমে জানিয়েছিলেন, নিজের ক্লাব ছাড়ার ইচ্ছের কথা। সে সময় বেশ কয়েকটি ক্লাব এগিয়েও এসেছিল তাকে দলে ভেড়াতে। তবে নিজেদের আর্থিক…

বিস্তারিত