মেসির বাবা ও বার্সেলোনা সভাপতির সভায় নতুন প্রস্তাব বার্সার

কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে লিওনেল মেসির বাবা ও ক্লাব বার্সেলোনা সভাপতির আলোচিত সভা। দেড় ঘণ্টার মিটিংয়ে নিজেদের অবস্থানে অনঢ় ছিলো বার্সা কর্তৃপক্ষ। আবারও আর্জেন্টাইন তারকার ফ্রি ট্রান্সফারের প্রস্তাব তুলে ধরেন হোর্হে মেসি। তবে, সেটি প্রত্যাখ্যান করে দুই বছরের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে বার্সা।       মায়ার প্রাচীরে শেওলা ধরেছে। চিরাচরিত অভিবাদনের জায়গায় এখন চোখজুড়ে ধূমায়িত ক্ষোভ। কে নেভাবে আগুন? ক্রমশ জট বাঁধে। সুরাহা হয়না। ধারণা করা হচ্ছিলো, লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি ও ক্লাব বার্সেলোনার সভাপতি হোসে মারিয়া বার্তোমিউয়ের মিটিং থেকেই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসবে। কিন্তু, রোজারিও…

বিস্তারিত