যশোরে বিশে হত্যার রহস্য উদঘাটন মুল হোতা সাগর আটক

যশোরে বিশে হত্যার রহস্য উদঘাটন মুল হোতা সাগর আটক

শাহাজাদা বেলাল স্টাফ রিপোর্টার যশোর শহরের আরবপুর মোড়ে বালু ব্যবসায়ী বিশে হত্যার রহস্য উদঘাটন করে মুল হোতা আসামী সাগরকে শনিবার ভোরে গ্রেফতার সহ হত্যা কাজে ব্যবহৃত বার্মিজ চাকু উদ্ধার করেছে পুলিশ৷ আজ শনিবার দুপুরে বিশে হত্যার রহস্য উদঘাটন করে মুল হোতা আসামী সাগরকে  সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার প্রেসব্রিফিং এ এসব তথ্য জানান৷  তিনি বলেন নিহত বিশের ভাইশুভ হাওলাদার (৩০) থানায় হাজির হইয়া লিখিত ভাবে এজাহার দায়ের করেন যে, তার ভাই মৃত আমিনুর রহমান @ বিশে (৪৫) ব্যবসা করিয়া জীবিকা নির্বাহ করিত। আসামী সাগর ও তার ভাই একই সাথে…

বিস্তারিত