যার মাধ্যমে কোরবানির পশু জবাই করা উত্তম

যার মাধ্যমে কোরবানির পশু জবাই করা উত্তম

পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। ঈদুল আজহায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি করা হয়ে থাকে। স্বাভাবিকভাবেই কোরবানির কিছু আলাদা মাসআলা রয়েছে। যেগুলো জেনে রাখা আবশ্যক। কোরবানির পশু জবাই কে করবে? কোরবানিদাতা নিজেই কোরাবানির পশু জবাই করা উত্তম। নিজে না পারলে, অন্যকে দিয়েও জবাই করালেও হবে। এ ক্ষেত্রে কোরবানিদাতা পুরুষ হলে, জবাইর স্থানে উপস্থিত থাকা উচিত। (মুসনাদে আহমদ, হাদিস : ২২৬৫৭; বাদায়িউস সানায়ি : ৪/২২২-২২৩) কোনো কারণে জবাইকারী জবাই শেষ না করে— অন্য কারও সহযোগিতা নিলে, উভয়কেই নিজ নিজ জবাইয়ের আগে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ পড়তে হবে। যদি…

বিস্তারিত