যৌনকর্মী হতে চাই এই বলি নায়িকা!

যৌনকর্মী হতে চাই এই বলি নায়িকা!

বলিপাড়ায় কাস্টিং কাউচের খবর মাঝেমধ্যেই শোনা যায়৷ সিনেমায় একটা ভাল চরিত্র পেতে নাকি যৌনতায় সামিল হতে হয় অভিনেতা-অভিনেত্রীদের৷ বলিপাড়ায় এ অভিযোগ নতুন নয়৷ কিন্তু তা বলে খোদ অভিনেত্রী কেন হয়ে উঠছেন যৌনকর্মী! আর সেই অভিনেত্রীর নাম যখন স্বরা ভাস্কর, তখন এ খবরে বলিপাড়া তো খানিকটা তাজ্জব হবেই৷ ব্যাপার কী? ‘নীল বট্টে সন্নাটা’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের তো মুগ্ধ করেইছিল, সমালোচকরাও তারিফ করেছিলেন একবাক্যে৷ সেখানে তাঁর চরিত্র ছিল এক কাজের মেয়ের৷ বলিপাড়ার গ্ল্যামার ঝেড়ে ফেলে এ কমেডিতে একেবারে নিখাদ কাজের মেয়েই হয়ে উঠেছিলেন স্বরা৷ আর তাই তাঁর কাছে দর্শক ও বলিপাড়ার…

বিস্তারিত