রাজধানীর নিউমার্কেট-আজিমপুর-ধানমন্ডি রুটে যেভাবে চলবে চক্রাকার বাস

রাজধানীর নিউমার্কেট-আজিমপুর-ধানমন্ডি রুটে আগামী ২৬ মার্চ থেকে আধুনিক চক্রাকার বাস সার্ভিস চালু হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে বুধবার (২০ মার্চ) বাস রুট রেশনালাইজেশনের জন্য গঠিত কমিটির ৪র্থ সমন্বয় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জানা গেছে, চক্রাকার এ বাস সার্ভিসে বিআরটিসির ২০-২৫টি বাস চলাচল করবে। বাসগুলো মোট ৩৬টি স্পটে থামবে এবং নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবে। এসব কাউন্টারে পাঁচ মিনিট অন্তর অন্তর একটি করে বাস আসবে। এছাড়া এ এলাকায় আর অন্য কোনো যাত্রীবাহী বাস চলাচল করবে না। ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর বাস সার্ভিসের রুট ১. আজিমপুর-নিউমার্কেট-সাইন্সল্যাব-ধানমনন্ডি ২ নম্বর রোড,…

বিস্তারিত