রাণীনগর থানা পুলিশের অভিযানে চার গরু চোরসহ আটক-১১

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে চার জন গরু চোর, সাজাপ্রাপ্তপলাতক আসামী ও মাদক, জুয়ারুসহ ১১ জনকে আটক করেছে। এদের মধ্যে ৫ জনকে ভ্রাম্যমান আদালতেসাজা প্রদান করা হয়েছে। এছাড়া থানাপুলিশ চোরাই গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে।রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মাহাবুব আলম জানান, মঙ্গলবার রাতে উপজেলার কাটরাশইন গ্রামেরমিজানুর রহমানের গোয়াল ঘরের তালা ভেঙ্গে চারটি গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় মিজানুর রহমানথানায় মামলা করলে থানাপুলিশ বিভিন্ন জায়গায় গরু চুরির বার্তা প্রেরণ করেন। এরই সুত্র ধরেগাইবান্দা গোবিন্দগঞ্জ হাইওয়ে এলাকায় লোকজন চোরাই গরু এবং চার চোরকে আটক করে । খবর…

বিস্তারিত