রাণীনগর থানা পুলিশের অভিযানে চার গরু চোরসহ আটক-১১

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে চার জন গরু চোর, সাজাপ্রাপ্তপলাতক আসামী ও মাদক, জুয়ারুসহ ১১ জনকে আটক করেছে। এদের মধ্যে ৫ জনকে ভ্রাম্যমান আদালতেসাজা প্রদান করা হয়েছে। এছাড়া থানাপুলিশ চোরাই গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে।রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মাহাবুব আলম জানান, মঙ্গলবার রাতে উপজেলার কাটরাশইন গ্রামেরমিজানুর রহমানের গোয়াল ঘরের তালা ভেঙ্গে চারটি গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় মিজানুর রহমানথানায় মামলা করলে থানাপুলিশ বিভিন্ন জায়গায় গরু চুরির বার্তা প্রেরণ করেন। এরই সুত্র ধরেগাইবান্দা গোবিন্দগঞ্জ হাইওয়ে এলাকায় লোকজন চোরাই গরু এবং চার চোরকে আটক করে । খবর পেয়েথানাপুলিশ বুধবার রাতে আটককৃত চার চোর, চোরাই গরু এবং গরু বহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো-নওগাঁর মহাদেবপুর উপজেলার শেরপুর এলাকারহাসেম আলীর ছেলে মোস্তাকিম (১৯), নওগাঁর হাট নওগাঁ এলাকার বাচ্চু আলীর ছেলে লাল চাঁদ (৩০),বগুড়ার সান্তাহার হার্বি এলাকার আনোয়ার হোসেনের ছেলে খোকন (১৮) এবং রাণীনগর উপজেলারপাকুড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তানসেন (২৫)।এছাড়া বুধবার সন্ধ্যায় থানাপুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী চামটাগ্রামের আব্দুর রহমানের স্ত্রী আলেয়া বেগম (৪৭), পূর্ববালুভরা গ্রামের ছালামত আলীর ছেলে রবিউল (৩৭)কে ১৫ পুরিয়া হেরোইনসহ আটক করে। অন্য দিকে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় উপজেলার ভেবরাগাড়ীরাজাপুর দিপ এলাকা থেকে রাজাপুর গ্রামের বুলবুল হোসেনের ছেলে সারোয়ার (২২), একই গ্রামেরশাজাহানের ছেলে ফিরোজ ওরফে ববি (২০) ও আবুল হোসেনের ছেলে মোহায়মেন আলী (২০) কে আটককরে। এছাড়া কয়াকুঞ্চি মাদ্রাসা এলাকা থেকে মাদক সেবনের দায়ে চকারপুকুর গ্রামের মজিবর রহমানেরছেলে বুলেট (২৮) ও আবাদপুকুর বাজারের আবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩২) কে আটক করা হয়।আটক তিন জুয়ারু ও দুই মাদক সেবিকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক সহকারীকমিশনার (ভূমি) টুকটুক তালুকদার প্রত্যেক জুয়ারুকে দুইশত এবং মাদক সেবিদের দুই হাজার টাকাকরে অর্থ দন্ডে দন্ডিত করেন।

আপনি আরও পড়তে পারেন