নবাবগঞ্জের তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পলাশ চৌধুরী

 দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. পলাশ চৌধুরী ফের তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকী নূর আলম নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচিত অন্যরা হলেন- বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দাতা সদস্য আব্দুর রহিম মিয়া, অভিভাবক সদস্য মো. আনোয়ার হোসেন, আব্দুল্লাহ হক, মো. কামাল হোসেন, ফজলুল হক, পিলু বেগম, শিক্ষক প্রতিনিধি কাজী মো. ইউসূফ, মো. নান্নু মিয়া, সেলিনা সুলতানা প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, আ’লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন