নবাবগঞ্জে সংঘবব্ধ শিয়ালের কামড়ে আহত ২২

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জে সংঘবদ্ধ শিয়ালের দলের কামড়ে মোশারফ হোসেন (৪৫), চৈতন্য বিশ^াস (৪৫) ও তার স্ত্রী (৩৮), কালু চাঁন (৪০), বিকাশ (৩০), রহিমা বেগম (৭০), মমতাজ (৪২), সীমা (৩২) সহ অন্তত ২২জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট তাশুল্লা ও যন্ত্রাইল ইউনিয়নের বালুখন্ড গ্রামে এ ঘটনা ঘটে। বাংলা বাজারের মিষ্টির দোকানী জহুরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা থেকে ৪/৫টি শিয়াল সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হানা দেয়। তার মা উঠানে কাজ করার সময় শিয়ালের দল তাকে কামড়ে আহত করে। পরে তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এছাড়া স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শিয়ালের কামড়ে ছোট তাশুল্লা ও বালুখন্ড গ্রামের নারী-পুরুষ, বৃদ্ধা, পথচারী ও কৃষি শ্রমিকসহ অন্তত ২২জনকে কামড়ে আহত করে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রসহ মানিকগঞ্জ সদর জেলা স্বাস্থ্য কেন্দ্র ও ঢাকায় নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম জানান, এবিষয়ে কেউ জানায়নি। তবুও আহতদের খোঁজে এলাকায় স্বাস্থ্য কর্মী পাঠানো হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন