রোজা ভেঙে হিন্দুদের রক্ত দিলেন মুসলিমরা

পুরো পৃথিবীতে রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। রমজানের এই মাসটিতে যেখানে রোজা পালন করা প্রত্যেক মুসলিমদের জন্য ফরজ; সেখানে তা ভেঙে হিন্দু ধর্মাবলম্বীদের রক্ত দিয়েছেন কয়েকজন। খবর বিবিসির। ভারতে আসামের কয়েকজন মুসলিম যুবক এক হিন্দু নারীসহ তিনজনকে রক্ত দিয়েছেন। রক্তদানকারী যুবকদের নাম মুন্না আনসারি, ইয়াসিন আলী ও পান্নাউল্লা আহমেদ। গত কয়েকদিন আগে সাম্প্রদায়িক সংঘর্ষের কারণে কারফিউ জারি করা হয়। এ সময় আসামের বিশ্বনাথ চরিয়ালির বাসিন্দা অনিল বোরার মা রেবতী বোরা (৮২) অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা করান। পরে জানা যায়, তাকে জরুরি ভিত্তিতে রক্ত…

বিস্তারিত