‘শচিনের সাফল্যের তুলনায় ব্যর্থতাই বেশি।’

ভারতীয় ক্রিকেটের ঈশ্বর বলা হয় তাকে। ব্যাটিং ঝলকে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তীর পর্যায়ে। তার নামে ভারতে বিভিন্ন অঞ্চলে প্রার্থনাও হয়। তিনি সফলতার কাছে নয় সফলতাই তার কাছে আসত, এমনটাও বলেন অনেকে। সেই শচিন টেন্ডুলকারের জীবনেই নাকি সফলতার থেকে ব্যর্থতার ভাগই বেশি। এমনটাই জানালেন ভারতের আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়। গুরুজনরা বলে গেছেন বিফলতাই সফলতার ভিত। আর সেই ভিতের উপরেই দাঁড়িয়ে আছেন আজকের শচিন। বুধবার বেঙ্গালুরুতে ক্রীড়াবিদদের নিয়ে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই তরুণ খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতেই নিজের ও শচিনের জীবনের ব্যার্থতার উদাহরণ টেনে এনেছেন ‘দ্যা ওয়াল’ দ্রাবিড়। শচিনের আজকের সফলতার…

বিস্তারিত