শচিন কন্যা ‘বিয়ে’ করেছেন শুভমানকে!

সম্প্রতি বিরাট কোহলি আর আনুশকা শর্মাকে রশিদ খানের স্ত্রী হিসেবে চিহ্নিত করেছিল সার্চ ইঞ্জিন গুগল। তবে এবার গুগলের আরেকটি তথ্যে শোরগোল পড়ে গেছে ইন্টারনেট জগতে। গুগল সার্চ কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটার শুভমান গিলের স্ত্রী নাকি শচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার!  শচিন টেন্ডুলকরের মেয়ে সারা নাকি শুভমান গিলের প্রেমে মজেছেন। সারার একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এ জল্পনা তুঙ্গে, যা নেট দুনিয়ায় ইতোমধ্যেই ভাইরাল। গত ২৩ সেপ্টেম্বর কলকাতা বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ে সময় শুভমান গিলের একটি বল বাঁচানোর ছবি পোস্ট করেছিলেন সারা। সঙ্গে লাভ ইমোজিতে ভর্তি। এরপরই জল্পনার শুরু। নেটিজেনরা বলছেন,…

বিস্তারিত